Related Articles
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি :
শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও পুলিশী হামলার প্রতিবাদে যশোর জেলার সকল স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসার শিক্ষকরা কর্মবিরতি পালন করছে।
শিক্ষকদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার থেকে লাগাতার কর্মবিরতি পালন শুরু হয়েছে। তিন দফা দাবি আদায় ও পুলিশি নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসুচি চলবে।
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এ কথা জানান। এদিকে শিক্ষা র্থীরাও তাদের শিক্ষদের সাথে অমানবিক আচরণ করায় দু:খ্য প্রকাশ করে, সরকারের কাছে দ্রুত শিক্ষকদের দাবি পুরণের অনুরোধ করেন।
পাশাপাশি দুর্ব্যবহার করা পুলিশ ও আমলাদেরকে বিচারের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহবান জানান। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন একটি জাতির শক্তি কেবল তার প্রশাসন বা সেনাবাহি নীতে নয়; তার প্রকৃত মেরুদণ্ড হলো শিক্ষক সমাজ।
শিক্ষকরা দাবি জানাতে গিয়ে তাদের পিঠে আঘাত, লাঠির চোট, রক্তের দাগ—এই দৃশ্য কোনো রাষ্ট্রের জন্য গর্বের নয়। শিক্ষকের মর্যাদা নষ্ট হলে জাতির ভবিষ্যৎও সংকটে পড়ে।
শিক্ষকরা বিলাসিতা চায় না, তারা চায় শুধু সম্মান, চায় ন্যায্য অধিকার ও মর্যাদা।
আজকের আন্দোলন কোনো বিদ্রোহ নয়; এটি জাতিকে নিজের বিবেকের সাথে মুখোমুখি হওয়ার আহ্বান। রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকরা বলছেন—“আমরা জাতি গড়ার কারিগর, আমাদের রক্তে রঙিন হবে ভবিষ্যৎ।” একথা বলে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।
Bartabd24.com সব খবর সবার আগে