শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ শৈলকুপার গাড়াগঞ্জের রাজু টেলিকম এর মালিক রাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে ছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় চন্ডিপুর তে লের পাম্পের সামনে থেকে মটোরসাইকেল এসে তার মোটর সাইকেলে পিছন থেকে ধাক্কা দিলে দ্রুতগামী ট্রাকের চাকার নিচে তিনি পড়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহত রাজুর বাড়ি শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামে।এ ব্যাপারে শৈলকু পা থানার উপ পরিদর্শক আব্দুল জলিল জানায় সন্ধ্যায় ঝিনা ইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপার চন্ডিপুর নামক স্থানে ট্রাকের চাকার নিচে পরে মোটরসাই কেল চালক রাজু নামে র এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাটানো হয়েছে।