শৈলকূপা (ঝিনাইদহ)  সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপার মহম্মদপুরে আশ্রায়ন প্রকল্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে আশ্রয়ন প্রকল্পের ২৮ টি ঘরের মধ্যে ২০টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
 খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় আগুনে প্রকল্পের ১০ টি থাকার ঘর বেশী  ক্ষতিগ্রস্থ হয়। সাথে বেশ কিছু রান্নার ও গোয়াল ঘর পুড়ে যায়। এদিকে অগ্নিকান্ডের সময় হুড়োহুড়ি করে মালামাল সরাতে গিয়ে শিশু সজিব তার পিতা তাহের সহ ৩ জন আহত হয়।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সনজয় কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের শৈলকুপা শাখার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে ঝিনাইদহ থেকে আরো দুটি ইউনিট যোগ দেয় । ধারনা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্থরা জানান, মুহূর্তেই আগুনে সব পুড়ে গেছে। সন্তানদের ছাড়া আর কোন মালামাল সরাতে পারেননি। আগুনে ক্ষতি গ্রস্থ ভ্যানচালক খোকন জানান আমরা এখানে যারা বসবাস করি সবাই  ভুমিহীন  সরকারের দেওয়া ঘরে সবাই বসবাস করি কিন্তু  আগুনে পুড়ে আমাদের ব্যাপক ক্ষতি হয়ে গেল সামনে ঈদ পরিবারের সদস্যদের  নিয়ে ঈদ করা আর সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *