শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে হাবিবুর রহমান রিপন(৪২) নামের ১১ নং আবাইপুর ইউনিয়নের সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শোকসভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
নিহত রিপন আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মাস্টারের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
গত মঙ্গলবার বিকাল ৫টায় বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও শোকসভার আয়ো জন করা হয়। বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় চৌরাস্তা মোড়ে এক শোকসভা উপজেলা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ। সভায় রিপন হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে রিপন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দু’পক্ষের দ্বন্দের জেরে হাবিবুর রহমান রিপন নামের এক ইউপি সদস্য কে সোমবার রাত ২টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আহত হয় আমিনুর ও রাসেল নামের ২জন। উপজেলার মীনগ্রামে এ ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাশ জানান।