শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর আব্দুল কাদের দারুস সুন্নাহ্ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উপজেলার সকল মসজিদের ইমামদের নিয়ে এক সমাবেশ মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ইমামদের পদভারে মাদ্রাসা প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। বিশিষ্ট ব্যাবসায়ী মো: রোকনুজ্জামানের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তাগন মাদ্রাসার উন্নয়নে বিভিন্নদিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।মাদ্রাসার মুহতামিম হাফেজ মওলানা ইউনুস আলী জানান মাদ্রসাটিতে ২০০ জন ছাত্রী ও ২০০ জন ছাত্রের আবাসীক ব্যবস্থা,মসজিদ,আধুনিক হাসপাতাল সহ নানা রকম অবকাঠামো গড়ে তোলা হবে। এই লক্ষে উপজেলার সকল মসজিদের ইমামদের কাছে বিভিন্ন দিক নির্দেশনা মূলক মতামত গ্রহন করা ও তাদের সহযোগীতা কামনা করা হয়েছেন ।