মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ)ঃ ঝিনাইদহের শৈল কুপায় বাজারের কোমলপানীয় স্প্রীড খেয়ে অসুস্থ হয়ে চি কিৎসার ১১দিন পর রিয়া নামের এক কিশোরী মারা গেছে বলে জানা গেছে।
নিহত রিয়া খাতুন উপজেলার সাতগাছি গ্রামের নজরুল মা তুব্বরের মেয়ে। রিয়ার বাবা নজরুল ইস লাম জানান , গত ১১অক্টোবর রিয়া শৈলকুপা বাজারের একটি দোকান থেকে কোমলপানীয় স্প্রীড কিনে খেলে সে অসুস্থ হয়ে পড়লে প রিবারের সদস্যরা তাকে শৈলকুপা হাস পাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে ।
সেখানে ১১ দিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অব নতি হলে তাকে আজ( ২৩ অক্টোবর ) দুপুরে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করলে ঢাকা যাওয়ার সময় পথের মাঝে মারা যায়।
তবে কি এমন বিষ ছিল এই বোতলে। এবিষয়ে শৈলকুপা থানার ওসি তদনত রিয়াজুল ইসলাম জানান,কোমলপানীয় স্প্রীড খেয়ে চিকিৎসাধীন অবস্থায় রিয়া নামের একটি মেয়ে
মারা গেছে এই ব্যাপারে শৈলকুপা থানায় একটি ইউডি মাম লা হয়েছে।