শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় গরু বিক্রির দালালির টাকা চাওয়া নিয়ে দফায় দফায় সংঘ র্ষে ৩ জন আহত হয়েছে এবং ,১ টি দোকানসহ  ৬টি বাড়ি ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে ।
রবিবার দুপুরে  উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীনগর গ্রামের হাসেম আলী নামের এক ব্যক্তি তার একটা গরু  ১লা খ  টাকায় বিক্রি করে দেন একই গ্রামের  জামিরুল মন্ডল কু ষ্টিয়ার এক গরু ব্যবসায়ীর কাছে।
জামিরুল মন্ডল  গরু বিক্রি করে দেওয়ার জন্য, ৩হাজার  টাকা দালালি হিসেবে দাবি  করলে গরুর মালিক হাসেম আ লীর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ।
তার জের ধরে গ্রামে জামিরুল ও হাসেম আলীর সমর্বথক দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে আইজউদ্দীন সহ ৩ জন গুরুত্বর ভাবে আহত হয়ে  শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে।
এসময়   মনিরুল মোল্লা , তৈয়ব আলী মোল্লা সহ ৬ জনের বাড়ি ভাংঙচুর ও মালামাল   লুটপাট হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান ,রানীনগর গ্রামের পরিস্থিতি এখন শান্ত ‘আছে ।
গ্রামে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *