মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ) ঃঝিনাইদহের শৈল কূপার কালী নদীতে গোসল করতে গিয়ে আমির হোসেন নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী পানিতে  ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।সে উপজেলার হড়রা গ্রামের রুহুল শেখের  ছেলে।

নিহত আবির হোসেন দিগনগর ইউনিয়ন হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্র। এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আবির হোসেন (১৮ই) অক্টোবর  আজ দুপুরে বাড়ির পাশে কালী নদীতে একা গোসল করতে গিয়েছিল। বাড়িতে আসা দেরি দেখে বাড়ির সদস্যরা তাকে নদীতে খোঁজ করে না পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যদের সংবাদ দিলে তারা ঘটনাস্থলে পোঁছালে  দেখে এলাকাবাসীরা তার মৃত দেহ পানি থেকে উদ্ধার করেছে।

এব্যাপারে শৈলকূপা উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্ব রত অফিসার হারুনর রশীদ জানান কালি নদীতে গোসল করতে গিয়ে আবির হোসেন এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে সেখানে গিয়ে দেখি এলাকাবাসী তার মৃত দেহ পানি থেকে উদ্ধার করেছে।