Breaking News

শৈলকুপায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বসতঘর ভাংচুর ও ফসল নষ্ট, থানায় অভিযোগ! 

শৈলকুপা (ঝিনাইদহ)  সংবাদদাতা:
ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বস তঘর ভাংচুর ও ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠেছে। উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কামরুল হাসান।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,  মির্জাপুর ইউনিয় নের যোগীপাড়া গ্রামের রায়হান উদ্দিনের ছেলে কামরুল হাসান পার্শ্ববর্তী ত্রিবেনী ইউনিয়নের ১৬ নং পদ মী মৌজা য় আরএস খতিয়ান ২০৫ ও ২৩১ নং দাগে ৪.৯৯ শতাংশ জমি খোস কবলা দলিল মুলে প্রকৃত মালি কের কাছ থেকে ক্রয় করে ১ বছর ধরে চাষাবাদের মাধ্য মে ভোগ দখল করে আসছিলেন।
তার বসতবাড়ী দুরে হওয়ায় স্থানীয় সংঘবদ্ধ কিছু চাঁদা বাজ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে জমির ফসল নষ্টসহ তাকে প্রাণনাশের হুমকি দেয়।
উপায়ন্ত না পেয়ে কামরুল হাসান গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং-১৩৪১।
থানায় সাধারণ ডায়েরির খবর শুনে আরো বেশি উশৃংখল হয়ে পড়ে চাঁদাবাজরা।
পরবর্তীতে বসবাসের উদ্দেশ্যে উক্ত জমিতে টিনসেড ঘর নির্মান করতে গেলে গত ৪ অক্টোবর ২০২৫ তারিখ বিকে লে স্থানীয় চাঁদাবাজ দলের সদস্য হালিম, রুবেল, মহির, শহিদুল, মনিরুলসহ বেশ কয়েকজন এসে নির্মানা ধীন ঘর ভেঙে ফেলে।
এসময় জমির মালিক কামরুল ও ঘর নির্মান শ্রমিকদের উপর হামলা করলে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচায়।
পরবর্তীতে জমিতে থাকা ফসল খাস পঁচা ঔষধ ছিটিয়ে নষ্ট করে ফেলেছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানায় অভিযোগকারী কামরুল হাসান জানান, তিনি সকল প্রকার কাগজপত্র যাছাই-বাছাই করে পদমী মৌ জায় ৪.৯৯ শতাংশ জমি কিনেছেন।
কিন্তু স্থানীয় চাঁদাবাজদের টাকা না দিলে সেখানে চাষা বাদ ও ঘর নির্মান করতে দিচ্ছে না। তিনি জীবনের নিরা পত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
জমির বৈধ কাগজপত্র, ক্ষতিগ্রস্থ নির্মাণাধীন ঘরের ছবি, চাঁদাবাজদের নামের তালিকা,  থানায় করা জিডি এ লিখি ত অভিযোগের কপি নিয়ে ২০ অক্টোবর ২০২৫ সোমবার তিনি সাংবাদিকদের কাছে হাজির হয়ে এসব তথ্য জানা ন।
এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসু ম খান জানান, লিখিত অভিযোগ হাতে পেয়ে এসআ ই মান্নানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
চাঁদাবাজীর অভিযোগ প্রমান হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *