উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস সম বায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আলোচনা শেষে গ্রীন ভ্যালি সমবায় সমিতি সহ কয়েকটি সম বায় সমিতির সদস্যদের মাঝে ক্রেষ্ট উপহা র দেওয়া হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা সমবায় থেকে প্রশিক্ষন নেয়া সমি তির সদস্যরা উপস্থিত ছিলেন।