মফিজুল ইসলাম ,(শৈলকুপা) ঝিনাইদহ ঃ ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় সম বায় দিব স ২০২৪ পালিত হয়ে ছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা সম বায় উন্নয়ন কর্মক র্তা মোঃ মজিবররহ মানের সভাপতিত্বে উপজেলা কন ফা রেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে ছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে ন উপজেলা নির্বা হী কর্মকর্তা স্নিগ্ধা দাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ কারী কমি শনার (ভূমি) সিরাজুস সালে হীন, অনুষ্ঠান শুরুতে জা তীয় সমবায় দিবস উপ লক্ষে র‌্যালী বের করা হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় অফিস থেকে প্রশি ক্ষন নেওয়া বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস সম বায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আলোচনা শেষে গ্রীন ভ্যালি সমবায় সমিতি সহ কয়েকটি সম বায় সমিতির সদস্যদের মাঝে ক্রেষ্ট উপহা র দেওয়া হয়। 
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা সমবায় থেকে প্রশিক্ষন নেয়া সমি তির সদস্যরা উপস্থিত ছিলেন।