মফিজুল ইসলাম শৈলকূপা (ঝিনাইদহ)ঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক  রেজাউল ইসলাম রাজু মোটরসাইকেল শো ডাউন দিয়ে গণসংযোগ করছেন।
  তিনি ঝিনাইদহ ১ শৈলকূপা আসন থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন বলে সেই জন্য মোটরসাইকেল শোডাউন সহ নিয়মিত জনসংযোগ  করে প্রচার প্রচারনা  ফ্যাস্টুন ও ব্যানারে তার প্রার্থীতা প্রকাশ করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী রেজাউল ইসলাম রাজু শৈলকুপাউপজেলা মোড় থেকে ৫ শতাধিক মোটর সাইকেলযোগে শোভাযাত্রাটি  ১৪টি ইউনিয়নে প্রচারনা চালিয়েছেন।
মোটর শোভাযাত্রায় বিভিন্ন স্থানে তিনি বক্তব্যে বলেন  আও য়ামীলীগের দলের যারা নিবেদিত নিযাতিত ব্যক্তি সহ সবাই আমার সাথে আছেন।
শৈলকূপার জনগন কয়েক জন রাজনৈতিক নেতার কাছে জিম্মি হয়ে পড়েছে। দলের দুর্দিনে যারা অর্থ সময় ও রক্ত দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছিল অথচ তারাই আজ সুবিধা পাওয়া আওয়ামী লীগের কাছে মামলার আসামি সহ নির্যাত নের শিকার হচ্ছে।
এদের  রক্ষা করতে আমি নির্বাচন করার জন্য জনসংযোগ চালিয়ে যাচ্ছি। তাছাড়ও আমার বিরুদ্ধে নেই কোন দুনীতি  অনিয়মের অভিযোগ। বর্তমান সংসদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ।
দলের তৃণমূল নেতা কর্মীদের দুঃখ লাঘব করার স্বার্থে তাদের সেবা করার লক্ষে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। বর্তামানে সবাই  পরিবর্তন সহ নতুন মুখ দেখতে চাচ্ছে ।
  তাই নতুন মুখ হিসেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিলে নৌকার বিজয় নিশ্চিত করতে সক্ষম হব ইনশাল্লাহ। তা না হলে আসনটি হাতছাড়া হয়ে যাবে বলে আমি মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *