মফিজুল ইসলাম শৈলকূপা (ঝিনাইদহ) শৈলকুপার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত এনামুল ও আসাদ হাটফা জিলপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের মিটার রিডার কাম ম্যাসেন্জার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিহত আসাদের বাড়ি রাজবাড়ী জেলায় ও এনামুল হোসেনর বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা যায়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে আসাদ ও এনামুল নামের পল্লী বিদুৎ এর হাটফাজিলপুর শাখা অফিসের দুই কর্মচারী কমান্না গ্রামের রহমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
স্থানীয় জাহিদ হাসান নামের এক ব্যক্তি জানান শুক্রবার সকালে দিকে পল্লি বিদ্যুৎ এর তারের সাথে ভিজা কম্বল ঝুলানো রয়েছে এবং দুই পাশে দুটি মরদেহ পড়ে রয়েছে।
তা দেখে এলাকা বাসী পুলিশ কে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পল্লী বিদুৎ এর হাটফাজিলপুর শাখা অফিসের কর্মকর্তা এজিএম কম মনিরুজ্জামান জানান সকালে গোসল করার সময় কম্বল পরিষ্কার করে শুকানোর সময় তারে দিতে গেলে হইত এই দুর্ঘটনা ঘটে তারা মারা গেছে।
এদের মধ্যে এনামুলের বাড়ি মানিকগঞ্জ জেলায় ও আসা দের বাড়ি রাজবাড়ী জেলায় বলে আমি জানি।
এব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাস মন্ডল জানান কামান্না গ্রাম থেকে পল্লী বিদুৎ এর আসাদ ও এনামুল নামের দুই কর্মচারির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিদ্যুৎ এর স্পর্শে তারা মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।