মফিজুল ইসলাম  শৈলকুপা (ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকুপার পৌর এলাকার আউশিয়া গ্রামে মামাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে বাইজিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। (আজ)। নিহত বাইজিদ নলখোলা গ্রামের রুহুল শিকদারের ছেলে।
 নিহত শিশুর  মামা মোঃ তপু জানান, বায়জিদ আমাদের বাসায় একটি অনুষ্ঠানে বেড়াতে এসেছিল।
রবিবার সন্ধ্যার আগে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খে লা করছিল বায়জিদ। সন্ধ্যায় তাকে দেখতে না পেয়ে পরিবা রের সদস্যরা তাকে  খোঁজতে থাকে।
এক পর্যায়ে বাড়ির পিছনে একটি পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায় । পরে সেখান থেকে  উদ্ধার করে শৈলকূ পা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকি ৎসক ডাঃ সোনিয়া আক্তার মুক্তা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শৈলকপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খাঁন জানান উপজেলার আউশিয়া গ্রামে মামা বাড়ি বেড়াতে এসে   পুকুরের পানিতে ডুবে একটি শিশু মারা গেছে বলে শুনেছি।