মফিজুল ইসলাম,শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে কাজী হাবিবুর রহমান (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পদমদি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান একই গ্রামের কাজী মুজিবুর রহমানের সন্তান।
জানা যায়, দুপুরে কৃষি কাজ করতে কাজী হাবিবুর রহমান পদমদি মাঠে যায়। এ সময় বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলে তিনি আহত হন। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মেম্বার করিম উদ্দিন জানান, বজ্রপাতের ঘটনায় তিনি আহত হলে তাকে দ্রুত পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্মব্যরত চিকিৎসকরা।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলামের বলেন, আমি বিষয়টা শুনেছি। মরদেহ এখনো কুষ্টিয়াতে আছে। এছাড়া আর কিছু জানিনা।