শৈলকূপা(ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপার চাঁদপুর গ্রামে পাটকাঠির গাদি থেকে বিষধর সাপে কামড়িয়ে নবিরন খাতুন নামের এক গৃহবধূ মারা গেছে। ঘটনাটি ঘটে ছে বৃহস্পতিবার বিকালে। নিহত নবিরন খাতুন মন্টুর স্ত্রী।
এলাকাবাসি সুত্রে জানা গেছে পাটকাঠির গাদি থেকে পাট কাঠি আনতে গেলে তাকে বিষধর সাপ কামড় দেয়।
তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে পাটকাঠির গাদি ভেঙে কামড়ানো সেই বিষধর সাপ ধরে নিয়ে ঝিনাইদ হ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এদিকে হাস পাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য এন্টিভে নামের অভাব থাকায় চিকিৎসকরা তাকে চিকিৎসা না করা র কারনে নবিরন খাতুন বিনা চিকিৎসায় হাসপাতালেই সন্ধা র সময় মারা যায় বলে নিহতের স্বামী মন্টু আলী অভিযোগ করেন।