শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতাঃ পেঁয়াজ রসুনের দাম বেশি হওয়ায় ক্ষেত থেকে চুরি হওয়া শুরু হয়েছে এসব ফসল।
মাঠে রাত জেগে ফসল পাহারা দিচ্ছে কৃষক।
বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া গ্রামের নবাব শেখের ক্ষেতের রসুন চুরি করে তুলে নিয়ে যায় চোরেরা।
এই সংবাদ শুনে চুরি হওয়া বগুড়া মাঠের রসুন ক্ষেত পরি দর্শনে ছুটে যান বগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি কুল ইসলাম শিমুল।
তিনি বলেন কৃষকের শরীরের ঘাম যখন চুরি হয়,তখন সান্ত্বনা দেয়ার কোন ভাষা থাকে না।
তিনি বলেন চোর কখনো কারোর আপন হয় না সবাই সতর্ক থাকেন। রাতে ফসলের ক্ষেত পাহারা দেওয়ার পরামর্শ দেন কৃষকদের।
এদিকে পেঁয়াজ- রসুনের দাম ভালো হওয়ায় মাঠের ফসল নিয়ে চোর আতঙ্কে রয়েছে কৃষকরা।