Breaking News

শৈলকুপায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকু পায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে, রবিবার সকা লে শৈলকূপা হাসপাতাল চত্বরে  এলাকার বিভিন্ন কওমি, হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী ,এতিম খানার শিক্ষা র্থীসহ এলাকার গরিব অসহায় দুস্থ্যসহ প্রায় ১৫শ লো কের ম ধ্যে  বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ডিএমডি শহিদুল ইসলাম ইউনুস। অনুষ্ঠানটি  পরিচালনা করেন মাওলানা আবু তালেব হো সাইন।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …