শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথার বি রুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ২৫৫ জন মুক্তি যোদ্ধা।
লিখিত দরখাস্ত দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের নিকট। তিনি তা গ্রহণ করেন। মুক্তিযোদ্ধা ও সাবেক এসআই হাশেম রেজা সহ ৩৯ জন এতে স্বাক্ষর করেন।
অভিযোগে বলা হয়, ২০১৬ সালে জেনিথ এবং রুপালী ইন্সুরেন্স কোম্পানীতে ইন্সুরেন্স করার জন্য শৈলকুপা মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে দুইটি কোম্পানীতে সর্বমোট ২৫৫ জনের বাধ্যতামূলক ইন্সু রেন্স করে। যার বাৎসরিক কিন্তুি সবারই প্রায় ৮০০০/- টাকা করে।
প্রথম কিস্তিতে প্রতি জন মুক্তিযোদ্ধার নিকট থেকে ৮০০০/- টাকা করে সর্বমোট ২০,৪০,০০০/- (বিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা সে নিজে গ্রহণ করে। এভাবে পর পর দুই বছরের টাকা সর্বমোট ৪০,৮০,০০০/- (চল্লিশ লক্ষ আশি হাজার) টাকা গ্রহণ করে।
কিন্তু প্রত্যেকের এক বৎসবের প্রিমিয়াম উল্লেখিত কোম্পা নীর নিকট জমা প্রদান করে। কিন্তু পরবর্তী বছরের ২০,৪ ০,০০০/- হাজার টাকা জমা না দিয়া নিজে আত্মসাৎ করে। এবং প্রথম বছরের জমা দিয়া প্রিমিয়াম থেকে সে ৪০% হারে ৮,১৬,০০০/ হাজার টাকা উল্লেখিত ইন্সুরেন্স কোম্পানীর নি কট থেকে লভ্যাংশ হিসাবে লাভ করে।
পরবর্তীতে হিসাব করে দেখা যায় যে, তাহার লভ্যাংশ সহ ২৮,৫৬,০০০/- টাকা মুক্তিযোদ্ধাদের নিকট থেকে আত্মসাৎ করে। সে ২য় কিস্তি জমা না দেওয়ায় সকল ইন্সুরেন্সের সদ স্যপদ বাতিল হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম বলেন বীর মুক্তিযোদ্ধাদের থেকে সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথার বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে মনোয়ার হোসেন মালিথার সাথে মোবা ইল ফোনে যোগাযোগ করা হলে, তার মুঠো ফোন বন্ধ পাও য়া যায়।