শৈলকুপা (ঝিনাইদহ)সংবাদদাতাঃ তারেক রহমানের বর্ণিত ৩১দফা বাস্তবায়ন ও সকল বিএনপি’র নেতাকর্মী দের ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশে ঝিনাইদহে র শৈলকুপা শহরে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠ নিক সম্পাদক ও ঝিনাইদহ- ১ শৈলকুপা আসনের মনো নয়ন প্রত্যাশী জয়ন্ত কুমার কুন্ডু সমর্থকরা রবিবার বিকা লেে ধানের শীষের স্লোগান নিয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিল করে করে।মিছিল শেষে কবিরপুর চৌরাস্তা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির উপ দেষ্টা সদস্য ও জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পা দক সাজ্জাদুর রহমান, তোজাম্মেল হক, উপজেলা সেচ্ছা সেবাক দলের যুগ্ম সাধারণ সম্পাদ ক মনিরুল ইসলাম মুকুল,ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শৈলকুপা থানা বিএনপির সদস্য কামরুজ্জামান টিক্কা ও দলিল উদ্দিন মেম্বার জেলা স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মণ্ডলের সদস্য মুন্সি জাহা ঙ্গীর আলম টুটুল, ও পৌর বিএ নপির যুগ্ম সাধারণ সম্পা দক সম্পাদক মনিরুল ইসলাম সহ প্রমুখ।
Bartabd24.com সব খবর সবার আগে