মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ)ঃ পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহের শৈলকুপা থেকে পাইকারী মাদক ব্যবসা য়ী ৬ বছরের সাজাপ্রাপ্ত ও ১৩ মাদক মামলার আসামী বকুল জোয়ার্দ্দারকে  শুক্রবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে শেখপাড়া নিজ বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে।
বকুল জোয়ার্দ্দার শেখপাড়া গ্রামের তোয়াক্কেল ওরফে তক্কেল আলী জোয়ার্দ্দারের ছেলে।
সে শৈলকুপা থানার অপরাধচিত্রে তালিকাভূক্ত গাঁজা ব্যবসায়ী বলে জানা যায়।
বকুল জোয়ার্দ্দার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনসি সি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী হলেও শৈলকুপার শেখ পাড়া এলাকায় রয়েছে তার মাদকের একছত্র আধিপত্য।
এলাকাবাসীদের সূত্রে জানা যায়, শেখপাড়া গ্রামের বকুল জোয়ার্দ্দার দীর্ঘদিনের পাইকারী  মাদক ব্যবসায়ী।
সে কুষ্টিয়া, রাজবাড়ি, মাগুর,  ঝিনাইদ,  চুয়াডাঙ্গ,  মেহের পুর ও যশোরসহ বিভিন্ন  জেলায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে।
সম্প্রতি মাদকের একটি মামলায়  তার ৬ বছরের সাজা হলে ও দেড় মাসের মাথায় গত সপ্তাহে আপিলে জামিন পেয়ে বেরিয়ে আসে ।
এদিকে জামিনে বেরিয়ে এসে সে আবার এলাকায় মাদকের আধিপত্য পূনপ্রতিষ্ঠায় বৃহস্পতিবার দুপুরে শেখপাড়ার পদ মদী গ্রামের লিটন হোসেনকে পিটিয়ে আহত করে বকুল ও তার সহযোগীরা।
শৈলকুপা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা সফি কুল ইসলাম চৌধূ রী জানান, মাদক মাম লায় ওয়ারেন্টভূক্ত শেখপাড়া এলাকা র মাদক কারবারী বকু ল জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকের একটি মামলায় সে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে শৈলকুপা  থানায় ১৩ টি মাদক ও ১টি অস্ত্র মামলায় অভিযুক্ত রয়েছে।
এ নিয়ে বকুল জোয়ার্দ্দারের সাথে কথা হলে তিনি জানান, এলাকার সামাজিক বিরোধে তাকে সব সময় ফাঁসানো হয়ে থাকে বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *