মফিজুল ইসলাম শৈলকুপা(ঝিনাইদহ): ঝিনাইদহ জেলার শৈল কুপা উপজেলার খুলুমবাড়ি এলাকার গড়াই নদীতে মাঝে মাঝে ভেসে ওঠা ৪টি কুমিরের মধ্যে একটি বিশালাকৃতির কুমির রাতে জনতা লোকাল য় থেকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয় নের গোবি ন্দপুর গ্রামের একটি গোয়াল ঘরে র পাশ থেকে কুমিরটি কে স্থানীয় জনতা আটক করে ।
৮ থেকে ১০ ফুট লম্বার বিশালাকৃতির কুমি রটি আটকের সময় কোন ব্যক্তি আহত হয়নি বলে জানা যায়।
সাথে সাথে ঘটনাটি আ্যাটর্নি জেনারেল আসাদু জ্জামান জানতে পারলে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলা মের সহ যোগীতায় কুমিরটি শৈলকুপা থানা পুলিশ ও বন বিভাগের কর্ম কর্তার কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায়। এ সময় গোবি ন্দপুর গ্রাম ও খুলুমবাড়িয়া এলাকায় ইউনিয়নের হাজার হাজার জনতা কুমিরটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।
গোবিন্দপুর গ্রামের আশিকুর রহমান জানা ন, তারা কয়েক বন্ধু তারাবির নামাজ শেষে একটি দোকানে বসেছিলেন।
এর মধ্যে জানতে পারি তাদের গোয়ালের পাশে বিশাল আকৃতির একটি কুমির গোংরা ঙির শব্দ করছে।
যা নদী থেকে প্রায় এক কিলোমিটার দুরে। পরে গ্রামবাসি একসা থে প্রথমে জাল দিয়ে তাকে আটকানোর চেষ্টা করি। এরপর সম্ভব না হলে কুমিরের মাথায় পানি ঢাললে সে শান্ত হয়।
পরে তার মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে কুমিরটি রশি দিয়ে আট কাতে সক্ষম হয়। সাথে সাথে ঘটনাটি জানাজানি হলে গোবি ন্দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুমিরটি এক নজর দেখতে হাজার হাজা র জনতা উপ স্থিত হয়।
পরে অবস্থা বেগতিক হলে ইউনিয়নের সাবে ক চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের কাছ থেকে কুমিরটি উদ্ধার করে তার জিম্মায় নি য়ে যান।
এব্যাপারে ৭নং হাকিমপুর ইউনিয়নের সা বেক চেয়ারম্যান নজরু ল ইসলাম জোয়া র্দ্দার জানান, ঢাকা থেকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামন তাকে জানান, তার এলাকায় একটি কুমির জনতা উদ্ধার করেছে।
সাথে সাথে কুমিরটি তিনি জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করি।
শৈলকুপা বন কর্মকর্তা মখলেচুর রহমান বলেন, খুলুমবাড়ির গড়াই নদী এলাকা থেকে বিশাল আকৃতির একটি কুমির এলাকাবাসিরা আটক করে তার কাছে হস্তান্তর করেছেন।
তার কাছে কুমির রেসকিউ করার মত সন ঞ্জামাদি না থাকায় খুলনা বিভাগীয় বন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা কুমিরটি উদ্ধারের জন্য রওনা হয়েছেনে বলে জানান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মাসুম খান বলেন, হাকিমপুর ইউনিয়নের খুলুম বাড়িয়া এলাকা থেকে একটি কুমির উদ্ধার করে জীবিত অবস্থায় থানায় নিয়ে আসা হয়েছে।
খুলনা থেকে বন কর্মকর্তারা রওনা হয়েছেন। বনকর্মকর্তারা এসে তারা কুমিরটি উদ্ধার করে খুলনায় নিয়ে জাবেন বলে জানান।
শৈলকুপার গড়াই নদীর সেই কুমির জনতার হাতে আটক