শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ সোমবার রাত আটটার দিকেশৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের গ্রামীন ব্যাংকের সামনে থেকে রায়হান শাহ নামের এক মাদক ব্যব সায়ী কে গাঁজা সহ আটক করেছে পুলিশ।
আটকৃত মাদক ব্যবসায়ী লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভক্ত মালিথিয়া গ্রামের মফিজ শাহ র ছেলে।
এ ব্যাপারে লাঙ্গলবাঁধ ক্যাম্পের ইনচার্জ এস আই হামিদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হান শাহ নামের এক মাদক ব্যবসায়ীকে৩০গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
আটক রায়হান শাহ দীর্ঘদিন মাদকের ব্যবসার সাথে জড়িত । তার বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা রুজু করা হয়েছে।