মফিজুল ইসলাম শৈলকুপা(ঝিনইদহ):  ঝিনাইদহের শৈলকুপায় শুক্রবার সন্ধায় ও শনিবার সকালে শৈলকু পা পৌর এলাকার সাতগাছী গ্রামে দফায় দফায় সংঘর্ষে ৩০ বাড়িঘর ভাংচুর ও।বাড়িতে আগুন দেওয়ার  ঘটনা ঘটেছে । দুইদিনের সংঘর্ষে আহত হয় নারী সহ ২৫ ব্যক্তি। হামলা ও ভাংচুরের সময় সাতগাছি গ্রামের কাসেম নামে এক ব্যক্তির গোয়ালঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এলাকাবাসীরা জানান, সাতগাছী মসজিদে শুক্রবার আজানের আগে মসজিদ কমিটির সাধারন সম্পাদক ইমাম হাকিম মোল্যা মুসল্লীদের উদ্দেশ্যে কিছু বয়ান দেন।সেই বয়ানের মধ্যে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যার নাতি ছেলের সূন্নতে খৎনার অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলেন।এ সময় প্রতিবাদ জানান মতলেব মোল্যা। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধায়  মতলেব মোল্যা ও হাকিম মোল্যার সমর্থকদের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে  তানজু(৩৫), সম্পা খাতুন(৩০),বশির মোল্যা(৪০), জা ফর মোল্যা(৩০), রুপচাঁদ(৩৫) জামেলা (৬৫) ,রোক নুজ্জামান(৩৫), সুজন(৩৫), আমিরুল(২৫), সাগর( ২৭), সাহেব আলী(৫০), আক্তার হোসেন(২৫), আকবর আলী শেখ(৬০), আব্দুল হাকিম(৭৫), রাশেদ আলী (২৫) সহ  উভই গ্রুপের ২৫ ব্যক্তিগুরুতর আহত হয় । আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ, ফরিদপুর ও কুষ্টিয়া  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায় এ ঘটনা কে কেন্দ্র করে শনিবার সকালে মস জিদ কমিটির সভাপতি মতলেব মোল্যা ও সাধারন সম্পাদক হাকিম মোল্যার সমর্থকরা দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সমর্থ কদের বাড়িঘরে হামলা চালায়।এ সময় কোরবান আলী, শুকুর আলী, এরশাদ আলী, দুলাল, রজব আলী, আজিবর রহমান, তৈমুর মোল্যা, কাদের মোল্যা, জালাল মেল্যা, জান্নাত আলী, ফিরো জ, বাবু, মিলন, সিদ্দিক শেখ, নাজির আলী সহ ৩০ বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলার সময় কাশেম নামের এক ব্যক্তি তার গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে।এ ব্যাপারে থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ বলেন সামান্য বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পডা ঠিক হয়নি। সবাই এক জায়গায় বসে সমস্যার সমাধান করা যেত। এ ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, আগুনের ঘটনাটি নিজেদের সাজানো। মামলা ক্রিয়েট করার জন্য নিজেরা নিজেদের ঘরে আগুন দিয়েছে।এছাড়া তিনি আরো বলেন, সাতগাছী গ্রামে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার কিছু বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে সাতগাছী গ্রামে অতিরি ক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান।
One thought on “শৈলকুপায় ইমামের ফতুয়া: সঘর্ষে ৩০ বাড়ি ভাংচুর, আহত ২৫”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *