শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতা:ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজে লার পদমদী গ্রামে নানি বাড়ি বেড়া তে এসে পুকুরের পানিতে ডুবে সাব্বি র(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে।
নিহত সাব্বির শেখপাড়া গ্রামের সুমন মন্ডলের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে মায়ের সাথে সাব্বির তার নানা বাড়ি পদম দি গ্রামে বে ড়াতে এসেছিল।
বিকালে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকে।
পরে বাড়ির পাশে একটি পুকুর থেকে তাকে উদ্ধারক রে শৈলকঁপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আস লে চিকি ৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে স্থানীয় মিশুক নামের এক ব্যক্তি জানান নানি বাড়ি বেড়াতে এসে সাব্বির নামের একটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান আজ বিকালে পানিতে ডুবে সাব্বির নামে দুই বছরের একটি শিশুর মারা যাওয়ার সংবাদ শুনে ছি।