Related Articles
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম মোল্লাকে মার ধরের পরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম মোল্লাকে মার ধরের পরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
এ সময় যুবলীগ নেতার ব্যবহৃত প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহ শহরে এলজিইডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
.
.
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা বিল সংক্রান্ত কাজে এলজিইডির জেলা কার্যালয়ে আসেন।
এসময় ছাত্রদের একটি গ্রুপের সঙ্গে যুবলীগ নেতার বাক বিতন্ডা হয়।
এক পর্যায়ে উপস্থিত ছাত্ররা যুবলীগ নেতা শা মীম মোল্লা কে আটকিয়ে মারধর করে।এসময় তার ব্যব হৃত প্রাইভে ট কারটিতে ভাঙচুর চালায় তারা।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের কয়ে কজন নেতারা ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা শামীম মো ল্লাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঝিনাইদহ সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যুবলীগ নেতাকে নিয়ে এসেছি।
তার বিরুদ্ধে সদর থানায় কোনো মামলা নেই। চিকিৎসা শেষে শৈলকূপা থানা পুলিশের কা ছে তাকে হস্তান্তর করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে