শৈলকূপা ( ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় মানসিক ভারসাম্যহীন দেবরের লাঠির আঘাতে ভাবি রেশমা খাতুন খুন হয়েছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে রতনপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ১০ই মার্চ সন্ধ্যায় উপজেলা রতনপুর গ্রামের মনোয়ার হোসেন জর্দা রের মানসিক ভারসাম্য হীন ছেলে নাহিদ জোয়াদ্দা র তার বড় ভাই হামিদের স্ত্রী রেশমা খাতুন (৪০) কে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
লাঠির আঘাতে রেশমা খাতুন গুরুতর আহত হয়। পরিবারের সদ স্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎ সার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস করা তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
সেখানে চিকিৎসারত অবস্থায় (আজ) বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। এ ব্যাপারে স্থানীয় জাফার আলী মেম্বর নামের এক ব্যক্তি জানান মনোয়ার হোসেন জর্দারের মানসিক ভারসাম্যহীন ছেলে নাহিদ হোসেন তার বড় ভাবিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে তবে কি কারণে করেছে এটা জানিনা না।
আহত ব্যক্তি চিকিৎসারত অবস্থায় আজ (বৃহস্পতি বার) কুষ্টিয়া হাসপাতালে মারা গেছে বলে শুনেছি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান এই ঘটনার সাথে জড়িত নাহিদ পলাতক রয়েছে তবে সে মানসিক ভারসাম্যহীন আমরা তাকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছি।