মুহা: জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:
নদী পথে ভারতীয় গরু পাচার করে বাংলাদেশে আনার অভিযোগে ৩ গরু পাচারকারিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। বুধবার (১৭ মে) ভোর রাত আড়াইটার দিকে কালিঞ্চী গ্রামে গোলাখালী ঘাট সংলগ্ন নতুন বাজার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক তিন গুও পাচারকারি হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মান্নান বরকন্দাজের ছেলে এবাদুল ইসলাম, শুকদেব গায়েনের ছেলে দেবব্রত গায়েন ও মাসুদ গাজীর ছেলে সাব্বির হোসেন।
ঈুলিশ সূত্র জানায়, সীমান্তের কালিন্দী নদী পার করে চোরাই পথে ভারতীয় গরু আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক বাবুলের নেতৃত্বে একদল পুলিশ মুন্সিগঞ্জ ইউনিয়নের কালিঞ্চী গ্রামের গোলাখালী ঘাট সংলগ্ন নতুন বাজার মোড় এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ৪টি ভারতীয় চোরাই গরু সহ তাদের তিনজনকে আটক করা হয়। গরু গুলো ভারত থেকে আনা হচ্ছিল বলে পুলিশ জানায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন গরু পাচারকারিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হয়েছে।