সাতক্ষীরা প্রতিনিধি।
আত্মহনানকারী আসমা আক্তার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের মুজিবর গাজীর মেয়ে ও একই উপজেলার সোনামোড় এলাকার আবুজার হোসেনের স্ত্রী। ইয়াছিন আরাফাত নামে সাড়ে তিন বছরের একটি ছেলে রয়েছে তার।

মৃতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, স্বামীর সাথে মনো মালিন্যের জেরে গত তিন মাস ধরে পিতার বাড়িতে ছিল আসমা। শনিবার বিকালে পিতা মুজিবর রহমান শ্বশুর বা ড়িতে যাওয়ার জন্য মেয়েকে বকাঝকা করেন।

একপর্যায়ে রাতে পরিবারের সদস্যরা অন্য কক্ষে অবস্থানের সুযোগে আসমা শোবার ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।মু জিবর রহমান জানান, পারিবারিক কারণে মেয়েকে সামান্য বকাঝকা

করেছিলেন তিনি। তবে মেয়ের আত্মহত্যার জন্য তার স্বামী আবুজার দায়ী। পূর্বে তালাক দেয়া প্রথম স্ত্রীকে আবারও সংসারে ফিরিয়ে আনার ঘটনায় কষ্ট পেয়ে তার মেয়ে গত তিন মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে আমার এখানে চলে এসে ছিল। এসব কারণে আসমা মানসিক কষ্টে ভুগছিল বলেও দাবি করেনতিনি।

আবুজার হোসেন জানান, তার প্রথম স্ত্রীর বিষয়ে আসমা সবকিছু জানতো। পরবর্তীতে পিতা মাতার প্ররোচনায় সেরাগ করে বাবার বাড়িতে চলে যায়। তিন মাস ধরে সে সেখানে ছিল। স্থানীয় ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর আলম জানান স্বামীর প্রতারণার পর পিতার কুনি পেয়ে অভিমানে আসমা আত্মহত্যা করে। শ্যামনগর পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে
পাঠিয়েছ। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *