রাকিবুল হাসান মাহমুদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “শ্রমিকদেরকে বাদ দিয়ে বাংলাদেশ উন্নত হতে পারে না।
তাদেরকে ছাড়া ডিজিটাল উন্নত বাংলাদেশ কল্পনা করা যায় না। আগের থেকে শ্রমিকরা এখন অনেক ভালো আছে। আগে এক বেলা ভাত খেয়ে সারাদিন মাঠে কাজ করতে হতো, কিন্তু এখন বিকাল ৪ টা বাজার পরে আর মাঠে থাকে না।”
সোমবার (১ মে, ২০২৩) সকাল ১০ টায় সম্মিলিত শ্রমিক ঐক্য, বোচাগঞ্জের আয়োজনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে বিশাল শ্রমিক সভাটি অনুষ্ঠিত হয়।
শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, শ্রমিক নেতা মানিকুল ইসলাম মানিক, আমিনুল সহ অন্যান্য শ্রমিক নেতা প্রমুখ। এসময় স্থানীয় রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।