সুভাষ দাশ তপন, মৌলভীবাজার প্রতিনিধি
‘‘ দুর্নীতিকে না বলুন’’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উদ্যেগে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলার ৯নং সাতগাঁও ইউনিয়ন পরিষদে সর্বশেষ সভার মাধ্যমে উপজেলার ৯টি ইউনিয়ন পর্যায়ে এ মতবিনিময় সভা সম্পন্ন হলো।
সরকারের দুর্নীতি বিরোধী স্বাধীন প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন(দুদক) এর সার্বিক দিকনির্দেশনায় ও দুদকের সামাজিক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যেগে মঙ্গলবারের সভায় সভাপতিত্ব করেন ৯নং সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু।
দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সহসভাপতি এ.এন.এম ওয়াহিদুজ্জামান, সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ইশ্বর কালিনী (লালবাবু), স্বাধীন চাষা, বিকাশ দত্ত, মহিলা সদস্য প্রতিমা দাশ ও এলাকার বিশিষ্ঠ নাগরিক উপজেলা এডভোকেন্সী নেটওর্য়াক এর সাধারণ সম্পাদক দিলীপ কুমার কৈরী প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় সকল ইউপি সদস্য, স্থানীয় কমিউনিটি ক্লিনিকের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমাম্যা ব্যাক্তিবর্গসহ এবং সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
বক্তাতারা বলেন, তাদের উপর দুর্নীতি চাপিয়ে দেওয়া হয়। সরকারের সিষ্টেমের কারণে কারণে দুর্নীতি হয়। দুর্নীতি করে সরকারের সরকারের উপর মহলের লোকজন, শিক্ষত লোকজন, প্রশাসনের লোকজন।
তারা উপর থেকে দুর্নীতি বন্ধ করার আহবাণ জানান এবং দুর্নীতির বিরোদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *