সুভাষ দাশ তপন, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালুবহনকারী ট্রাক জব্দসহ নিয়মিত মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এএসআই রাজু কুমার বিশ্বাস, এএসআই আওলাদ হোসেনসহ পুলিশ অভিযান চালিয়ে পারিঃ জারী-১২/১৭ এর সাজাপরোয়ানা ওয়ারেন্ট ভূক্ত আসামি মো. আব্দুল কাইয়ুম, জিআর ৩৬/১৭ (কমলঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামি সুমন হরিজন ও অন্য দুজন আসামিকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এসআই শ্যামল কুমার নন্দী, এএসআই মো. নাজ মুল হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপ জেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর গ্রাম থেকে অবৈধ বালু বহনের দায়ে বালুসহ ট্রাক জব্দ করেন। এসময় ট্রাক চালক সায়েল মিয়া ও হেলপার ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অবৈধ বালুবহনের দায়ে ট্রাক জব্দ গ্রেপ্তারকৃত চাল ক ও হেলপারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আ ইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।