সুভাষ দাশ তপন,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজাররের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল বেলা উপজেলার ভুরভুরিয়া চা বাগানের ২নং সেকশন থেকে আহত অবস্থায় লজ্জাবতী বনরটিকে উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভুরভুরিয়া চা বাগানের ২ নং সেকশন থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করেন। তিনি আরও জানান, বানরটি বৈদ্যুতিক তারে জড়িয়ে কিছুটা আহত হয়ে পড়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করতে গেলে দুইজনকে কামড়ে দেয়।
পরে তারা বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়। আহত লজ্জাবতী বানরটিকে উদ্ধারের পর বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানায়, বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *