সুভাষ দাশ তপন, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সংঘাত নয়, শান্তি ও স ম্প্রীতির বাং লাদেশ গড়ি’ শীর্ষক আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরি ষদ সভাকক্ষে পিস ফ্যাসি লিটেটর গ্রæপ (পিএফজি), শ্রীমঙ্গলের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলা দেশ ও এমআই পিএস প্রকল্পের আওতায় এ আন্ত ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে ন উপ জেলা নির্বাহী অফি সার মো. ইসলাম উদ্দিন।
পিএফজি শ্রীমঙ্গল উপদেষ্ঠা ও দুপ্রক সভা পতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভা পতিত্বে ও সমন্বয়ক সাংবা দিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে ন সনাক শ্রীমঙ্গল শাথার সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য।
এতে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সদস্য সাবেক জেলা পরিষ দের সদস্য হেলেনা চৌধুরী। প্রবন্ধ পাঠ করেন পাঠ করেন এ্যাম্বা সেডর কাজী আসমা, অঙ্গি কারনামা মাও লানা এম এ রহিম নোমা নী এবং প্রজে ক্টরে র মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হুদা মিনা।
বক্তব্য রাখেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিক হাফেজ মাও লানা আব্দুল কুদ্দুস নিজামী, কাকিয়া বাজার জামে মস জি দের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন, হিন্দু ধর্মীয় নেতা ইন্দ্রজিৎ চক্রবর্তী, পরি এবার মল সিং বাড়াইক, খ্রিস্টান নেতা ডমনিক সর কার রনি,জন ব্রাইন দারিং, গোবিন্দ্র দেববর্মা ও পিএ ফজি সদস্য মো: শামীম আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *