সুভাষ দাশ তপন,শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হত্যার শিকার টমটম চালক আ বুল খায়েরর ছিনতাইকৃত টমটম টি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে জেলা কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের অন্তর্গত কান্দিগাঁও মনিপুরিপাড়াস্থ আটখোলা প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তা হইতে ভিকটিমের নিকট হইতে ছিনতাইকৃত মিনি টমটম (মিশুক) উদ্ধার করা হয়।
এর আগে গত মঙ্গলবার টমটম চালক আবুল খায়ের কে হত্যার অভিযোগে রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০) কে আটক করেছে পুলিশ।
আটককৃত রুবেল উপ জেরার আশিন্দ্রোন ইউনিয়নের তিতপুর এলাকার মৃত সি দ্দিকুর রহমানের পুত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই(নিঃ)তৌকির আহমেদ আসা মীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং টমটম ছিনতাই করার সময় ভিকটিম আসা মীদের চিনতে পারায় আসা মীগন ভিকটিমকে হত্যা করি য়াছে। ঘটনার সহিত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এসময় পুলি শ হত্যার কান্ডে জড়িত চাকুসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।