শৈলকূপা( ঝিনাইদহ) সংবাদদাতাঃ শুক্রবার বিকালে শৈল কূপা সরকারী পাইলটউচ্চ বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনীর মাঠ পরিদর্শনে এসে ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে ফুল দিয়ে শুভে চ্ছা জানালেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত শৈল কূপা উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু,পৌর মেয়র কাজী আশরাফুল আজম।