Breaking News

সড়ক দুর্ঘটনায় নিহত চৌগাছার বিএনপি নেতা আব্দুল মজিদের দাফন সম্পন্ন

চৌগাছা প্রতিনিধি:রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত যশোরের চৌগাছা উপজেলার বিএনপি নেতা আব্দুল ম জিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দিকে তার নিজ গ্রাম জা মালতায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন ক রা হয়।

নিহত আব্দুল মজিদ (৬০) সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সা বেক ইউপি সদস্য ছিলেন।

তিনি এলাকায় একজন পরি চিত ক্যাবল ব্যবসায়ীও ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রা জধানীর যাত্রাবাড়ী ডাচবাংলা রোডে মোটর সাইকেল নি য়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হা সপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ন।

পরিবার সূত্রে জানা যায়, আব্দুল মজিদসহ চারজন দুই মোটরসাইকেলে করে যশোর থেকে কক্সবাজার ও রাঙা মাটি এলাকায় বেড়াতে গিয়েছিলেন।

সেখান থেকে যশো র ফেরার পথে যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তার জানাজায় দল-মত নির্বিশেষে প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন।।

এসময় যশোর চেম্বার অব কমার্সের সভাপতি , জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদ ক ও যশোর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএ নপির সাবেক সভাপতি ও যশোর-২ (চৌগা ছা-ঝিক রগাছা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহু রুল ইসলাম, এ আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপ জেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম,উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলা ম মোরশেদ, বিনেপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, সাধারণ সম্পা দক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, ্উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরু জ্জামান, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সাংবাদিক রহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ,এ্যাড. আলীবু দ্দিন খান,ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, সিংহ ঝুলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস শুকুর,ছাত্র বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, উপ জেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুবদল নেতা মাষ্টার কামরুল ইসলাম, মাহফুজুর রহমান পলেন, এম. ইলিয়াস আলী, অবাইদুর রহমান, শিমুল রহমান, মারুফ হোসেন, উপ জেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সহ-সভা পতি বিএম ইকলাচ, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শ্রমিকদল নেতা হাফিজুর রহমান, সিংহঝুলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ,গরীবপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুচ আলী, জাহাঙ্গীরপুর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের সহ-সা ধারন সম্পাদক বিএম বাবু, আব্দুল্লাহ আল-মামুন, ছাত্র নেতা রোবায়েত, রবিন, আলিফসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকল পেশার মানুষসহ জামায়াত বিএনপির নেতৃবৃন্দ নিহত আব্দুল মজিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরি বারের প্রতি গভীর সম বেদনা জানিয়েছেন।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

One comment

  1. সড়ক দুর্ঘটনায় নিহত চৌগাছার বিএনপি নেতা আব্দুল মজিদের দাফন সম্পন্ন