oppo_34

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী দের পাশে থেকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে পাইক গাছা বিএনপির দলীয় নেতৃবৃন্দ সহ তৃণমূল নেতাকর্মীরা।

ইতোমধ্যে দলটির পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ১০ টি ইউনি য়ন এবং ১ টি পৌরসভার মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজা পরিষদ নেতৃবৃন্দ এবং পুলিশ ও প্রশাসন সহ সনাতন ধর্মাব লম্বীদের মতবিনিময় করা হয়েছে।

এছাড়া পৃথক পৃথক মনিটরিং ও সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির সদস্য কাজ শুরু করেছে।

পূজা শেষ না হওয়া পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মী দি নরাত কাজ করবে। কোন অপপ্রচার এবং অপশক্তি পূজার কোন কাজ এবং ধর্মীয় অনুষ্ঠান বিঘ্নিত করতে পারবে না। সকল ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে শারদীয় দুর্গাপূজাসুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দলটির নেতৃ বৃন্দ বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিময় কালে এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপল ক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন ডাঃ আব্দুল
মজিদ ও এসএম এনামুল হকের নেতৃত্বাধীন বিএনপির দু’টি অংশ।

পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভা পতিত্বে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আয়ো জিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপ জেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ।

সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলাব এনপির ভারপ্রাপ্ত সাধারণস ম্পা দক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাবেক জেলা সদস্য অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, গাজী মুজিবর রহমান, আবু হাসান, সায়েদ আলী বাবলা, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, কাজী মুজিবর রহমান, মোস্তাকিম গাজী, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, লুৎফর রহমান, নুরালী গোলদার, সরোজিৎ ঘোষ দেবেন ও ওবায়দুল্লাহ সরদার।

অপরদিকে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আস লাম পারভেজ এর সভাপতিত্বে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বারবার নির্ববাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক।

বক্তব্য রাখেন সাবেক যুবদলের সাধারন সম্পা দক শেখ বেনজির আহমেদ লাল, যুবদলের আহ্বায়ক তৌ হিদুজ্জা মান মুকুল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, কাউন্সিলর ও যুবদলের সদস্য সচিব ইম রান সরদার, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, আনোয়া রুল কাদীর, সাইফুল ইসলাম তারিক, আব্দুল হা কিম, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম,ইউনুস মোল্লা ও রাজিব নেওয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *