মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দো লনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন রাষ্ট্রের প্র তিটি ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড এখনো চলমান রয়েছে।

একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী নওগাঁ জে লাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, এমন তথ্য পেয়েছে বৈষ ম্যবিরোধী ছাত্র আন্দোলন।

যদি আবারও প্রয়োজন হয় ছাত্র সমাজ একত্র হয়ে এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত কর বে। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটো রিয়ামে গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রা সের বিরুদ্ধে ঐক্য প্রতি ষ্ঠা এবং শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ছাত্রসমাজকে প্রতিপক্ষ ভাবলে জনগণ ওইসব রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে উল্লেখ করে মাহিন সরকার বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যেকোনো রাজ নৈতিক দলের আসার অধিকার আছে।

তারা এস শান্তি পূর্ণভাবে নিজেদের মতামত দিতে পারে। কিন্তু শহীদ ও আহত পরিবারের সাথে দেশের বিভিন্ন জেলায় সাক্ষাত করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। যেসব রাজনৈতিক দল এসব করছে, এদেশের জনগন তাদের ছুঁড়ে ফেলতে দু’বারো ভাববে না।

তিনি আরও বলেন রাষ্ট্রৈর কাঠামো সঠিকভাবে পুনর্গঠন করতে না পারলে বিপ্লবের ইতিহাস একটি রাজনৈতিক দল দখল করে নেবে। ইতোমধ্যে একটি দল তাদের সাথেআপোষ করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

এছাড়াও আমাদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছাত্রসমাজ কখনোই অন্যায়ের সাথে আপোষ করবে না।

ফ্যাসিস্টদের সকল পথ রুদ্ধ করে দেয়া হবে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী
সফরের সদস্য কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ ফাহমিনের মা লুলুল মাখমিনসহ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

এসময় ছাত্র- জনতার অভ্যুত্থানে নওগাঁ জেলায় নিহত ১১ জন ও আহত ২৩ পরি বারের সদস্য, জেলা ও উপজেলার সমন্বয়ক, শিক্ষার্থী, অভি ভাবক এবং সুশীল সমাজের প্রতি নিধিরা উপস্থিত ছিলেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *