নিজস্ব প্রতিবেদক,যশোর: যশোরে কৃতি সন্তান আনোয়ারুল
ইসলাম অগ্রণী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসে বে নিয়োগ পেয়েছেন। ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রা য়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংকের ব্যব স্থাপনা পরিচালককে অপসারণ করে সোমবার (২১ অক্টোবর) এ নিয়োগ দেয়া হয়।
আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা রিচালক (এ মডি) হিসেবে নিয়োগ পাওয়ায় আনন্দেন জোয়ার বইছে। আনো য়ারুল ইসলাম মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রাম সম্ভ্রান্ত পরি বারে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মৃত গোলাম হোসেন। বর্তমানে তিনি যশোর শহরের মুজিব সড়কের ষষ্ঠীতলা এলাকায় বসবাস করেন।
ব্যাংক খাতের সংস্কারের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন,ব্যাংক
খাতে ব্যাপক সংস্কার করার প্রয়োজন। অবকাঠামোগত সংস্কার,
কার্য ক্রমগত সংস্কার করা হবে।
আমার মূল লক্ষ্য হবে ব্যাংক খাতে র সমস্যা চিহ্নিত ও দূরীকর ণের মাধ্যমে এ খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা, যাতে টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক যথাযথ অবদান রাখতে পারে।’