Breaking News

সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই

ডেস্ক নিউজ:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধা ন প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শ ফিকুল আলম জানিয়েছেন,এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া না জারির কোনো পরিকল্প না নেই।
শনিবার (১১ অক্টোবর) প্রেস সচিব বলেন, ‘আমরা আইসি টির প্র ধান প্রসিকিউটরের দফতর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরো য়ানা জারির পরিকল্পনা নেই।’
শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যা খ্যান করে শফিকুল আলম বলেন, ‘এই খবর সম্পূ র্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব।’
তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, ‘এই ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে বি শেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে।’
শফিকুল আলম আরো বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারির প্রথ মার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতি শীল ক রার লক্ষ্যেই এসব অসৎ গুজব ছড়ানো হচ্ছে।’
প্রেস সচিব স্পষ্ট করে জানান, সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্ট রেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্ত ক রার কোনো পরিকল্পনা সরকারের নেই।
তিনি আরো বলেন, ‘সংস্থাটির সীমান্তবর্তী ও বহিঃদেশীয় গো য়ে ন্দা কার্যক্রম আরো জোরদার করতে সরকার সংস্কার মূল ক পদ ক্ষেপ বিবেচনা করছে।’ বাসস

About admin

Check Also

ডুমুরিয়ার বিভিন্ন বিলে অতিথি পাখির আগমন, পাখি শিকারীরা তৎপর

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।প্রাকৃতিতে শীতের আমেজ শুরু হতে না হতেই ডুমুরিয়া উপজেলার বিভিন্ন বিল …