Related Articles
বেনাপোল প্রতিনিধি ::-
বেনাপোল বাজারে শনিবার বেনাপোল থানা প্রেসক্লাব আয়ো জিত একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকেরা দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার এস এম হায়াত উদ্দিনকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টা ন্তমূ লক শাস্তির দাবি তোলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের নির্মম ঘটনা সামনে এলে গণমাধ্যমে চাকরি করা বাংলাদেশি সাংবাদিকরা নিরা পদে কাজ করতে পারবে না।
তারা তদন্তে দ্রুত অগ্রগতি ঘটিয়ে দোষীদের বিচার নিশ্চিত করার ওপর জোর দেনএবং বিচার না হলে দেশের সাংবাদি ক সমাজ সারাদেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন।
বক্তারা বিশেষ করে হত্যাকাণ্ডে দায়ীদের স র্বোচ্চ শাস্তি ফাঁ সির দাবি তুলে ছেন।
আজকের কর্মসূচীতে সভাপতিত্ব করেন বেনাপোল থানা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (ডাবলু), সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন পারভে জ, দপ্তর সম্পাদক মেহেদী আবরোধ শাওন, প্রচার ও প্রকা শনা সম্পাদক আবু মুসা, নির্বাহী সদস্য রাহাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা সাংবাদিকতার স্বাধীনতা ও কর্মস্থল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ও নির পেক্ষ বিচার দাবি করেন।
বক্তারা বলেন, যদি হত্যাকা ণ্ডের ন্যায়সঙ্গত বিচার না হয় তবে পরবর্তী দিনগুলোতে বড় আ ন্দোলনের পথ খোলা থা কবে।
Bartabd24.com সব খবর সবার আগে