স্টাফ রিপোর্টার পুঠিয়া (রাজশাহী)ঃ
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর পুঠিয়া শাখার কমিটি গঠন করা হয়ে ছে।দৈনিক সানশাইন ও বাংলাদেশ টুডে পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসানকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন ও পদ্মাটাইম স২৪ ডটকম পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনি ধি মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট্য এই কমিটি গঠন করা হয়েছে।পুঠিয়া সংবাদিক সামাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটনের সভাপ তিত্বে শনিবার দুপুরে পুঠিয়া সাংবাদিক সামাজের অফিস কক্ষে এই কমিটি গঠন করা হয়।এই কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে দৈনিক গণধ্বনি পত্রিকার সাংবাদিক এস,এম আব্দুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক কাল বেলা ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার সাংবাদিক ইউনুছ আহ ম্মেদ শিশির, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মোঃ আবু সুফিয়ান (সুমন),ইনকিলাব পত্রি কার সাংবাদিক শেখ রেজাউল ইসলাম (লিটন), দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম (ডলার), সিডনি নিউজ২৪ ডটকম ও ফিনান্সিয়াল পোস্ট, পত্রিকার সাংবা দিক মোঃ সাজেদুর রহমান (জাহিদ) কে নির্বাহী সদস্য করা হয়েছে এবং দৈনিক ভোরের কাগজ, পত্রিকার সাংবাদিক মোঃ মনিরুজ্জা মান, এফ, এন,এস (নিউজ এজেন্সি) এস,এম হাসানুল ইসলাম(সেন্টু) ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবা দিক মোঃ মাজিদুর রহমান (মাজদার) কে সাধারণ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।