নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা:
সাতক্ষীরায় ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাইকেল চালক এক কিশোর।নিহত হয়েছে।
সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরাশহরের পলাশপোল এলাকায় স¤্রাট প্লাজা হোটের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোঃ পারভেজ (১৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোর পারভেজ সাতক্ষীরা শহরেরনিউমার্কেট মোড় এলাকা থেকে সাইকেল চালিয়ে বাড়ির দিকেযাচ্ছিল।
পতিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে শহরের পলাশপোল এলাকায় স¤্রাট প্লাজা হোটের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কে পৌছালেদ্রুত গতির একটি ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতরআহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদরহাসপাতালে নিয়ে গেলেজরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুলআলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন পুলিশঅফিসারকে পাঠানো হয়েছে। সাইকেল চালক কিশোরকে চাপা দিয়ে ইঞ্জিনভ্যানটি পালিয়ে গেছে।