সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় জমিতে লাগানো গাছ কাটতে বাধা দেও য়ায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় একই পরিবারের চার জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শনিবার সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাস পাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামের দাউদ আলী শেখ (৬৫), তার স্ত্রী হাফিজা খাতুন (৬০), ছেলে হাফিজুল ইসলাম (৩৫) ও আব্দুল্লাহ শেখ (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের দাউদ আলী শেখের জমিতে তারই লাগানো একটি মেহগনি গাছজোরপূর্বক কাটতে যায় তার প্রতিপক্ষ একই গ্রামের ইনসাফ শেখ(৫০), স্ত্রী আকলিমা ওরফে মোসলেমা (৪৫) ও তার ছেলে মোজা হিদ শেখ(২৮), আজিজুল শেখ(৪০) ও তার ছেলে মাহ ফুজ শেখ(২০), আবু বক্কারের ছেলে মফিজুল বাবু (৩৮)সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন।
তারা দেশীয় অস্ত্র দা, কুড়াল, শাবল নিয়ে তারা গাছটি কাটতে গেলে দাউদ আলী শেখ ও তার দুই ছেলেসহ স্ত্রী বাধা দেয়। এ
সময় প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতা লে ভর্তি করায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্য রত চিকিৎসক জানান, জখমীদের মাথায় ও হাতে ধারা লো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে।
জখমীদের প্রত্যেকের অবস্থা গুরুতর। তাদের এক এক জনের মাথায় ১০/১২টি পর্যন্ত সেলাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফি কুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি।
তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করে নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।