Breaking News

সাতক্ষীরায় জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

সাতক্ষীরা প্রতিনিধি।।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের “বীর” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জুলাই যোদ্ধারা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জুলাই যোদ্ধারা জেলা প্রশাসক মো স্তাক আহমেদ এর হাতে এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধা মো. আবু হাসান, রাকিবুল ইসলাম, আবু বক্কার, আব্দুল আল ফারুক, রাশেদ, মুনিয়া প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁদের “জুলাই শহীদ” (জাতীয় বীর) ও “জুলাই যোদ্ধা” (আহত ও সংগ্রামী নাগরিক) হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

এতে আরও দাবি জানানো হয়, আহতদের আইনি সুরক্ষা, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চ য়তা প্রদান করতে হবে।

পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারকে আজীবন সম্মান, আবাসন ও আর্থিক নিরাপত্তা দিতে হবে।

স্মারকলিপিতে সত্য ও ন্যায় কমিশন গঠন, শহীদ পরিবার ও আহতদের জন্য কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা এবং প্রতিবছর “জুলা ই গণতন্ত্র দিবস” রাষ্ট্রীয়ভাবে পালনেরও দাবি জানানো হয়।

প্রস্তাবনায় বলা হয়, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, আহতদের স্বপ্ন পূর্ণতা পাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত
হবে ন্যায়, মানবতা ও গণতন্ত্রের ভিত্তিতে।

সাতক্ষীরা জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন এবং দাবিগুলো সরকারের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …