মুহা: জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ইমাম ও এক কৃষকসহ দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ মে) বিকালে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দক্ষিন কাশিমাড়ী গ্রামে মটরে পানি উঠানোর সময় ও বৃহস্পতিবার (৪ মে) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বকচরা গ্রামে মেশিনে ধান মাড়াইয়ের সময় পৃথক এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দক্ষিন কাশিমাড়ী গ্রামের মৃত আবু সাইদের ছেলে মাওলানা মোঃ আক্তারুজ্জামান (৩৭) ও সদর উপজেলার আগরদড়ি ইউনিয়নের বকচরা গ্রামের মৃত মোঃ আব্দুল মজিদ সরদারের ছেলে কৃষক মোঃ ইয়াকুব আলী সরদার (৫০)।
কাশিমাড়ী ইউপি সদস্য গাজী আব্দুল ওহিদ জানান, মাওলানা মোঃ আক্তারুজ্জামান তার বাড়ির উপর গড়ে উঠা মসিজদে ইমামতি করতেন।
বুধবার বিকালে নিজ বাড়িতে মটরের সাহায্যে পানি উঠানোর পর মোটরের তার খুলতে যেয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুতের লিকেজ তারে স্পর্শ করেন। এতে বিদ্যুৎস্পুষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই এশার নামায শেষে জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে কৃষক ইয়াকুব আলী বৃহস্পতিবার সকালে বকচরা গ্রামে নিজ বাড়িতে মেশিনে ধান মাড়াই করছিলেন। সকাল পৌন ৯টার দিকে হঠাৎ ধান মাড়াই মেশিনের সাথে সংযোগ দেয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইয়াকুব আলী। তাকে উদ্ধার করে সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তৃব্যরত চিকিৎস্যক কৃষক ইয়াকুব আলীকে মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।