মুহা: জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মাথায় গ্যাসের সিলিন্ডার পড়ে আল আমিন (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী আল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর দিঘির পাড়া গ্রামের আফসার আলীর ছেলে। সে সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
সীমান্ত আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শহীদুজ্জামান জানান, আল আমিন তার বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল। শনিবার সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থাকে একটি মহেন্দ্রে চড়ে সে বাড়ি যাচ্ছিল। পতিমধ্যে সকাল সাড়ে দশটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজের কাছে সাতক্ষীরা -কালিগঞ্জ সড়কে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি পিকআপ থেকে একটি সিলিন্ডার সিটকে মহেন্দ্রে বসা আল আমিনের মাথার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মারা যায়।