মুহা: জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় ১১টি ভারতীয় এয়ারগানসহ এক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দেবহাটার সখীপুর মোড়ে বাস কাউন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার(২৪ মে)দুপুর আড়াইটায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান দেবহাটাথানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার।
গ্রেপ্তার চোরাচালানীর নাম মোঃ ইমাদুল ইসলাম (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে।
ওসি বাবুল আক্তার জানান, ভারত থেকে পাচার হয়ে বেশ কিছু এয়ারগান বাংলাদেশে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দেবহাটার সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়।
এসময় সেখান থেকে ১১টি এয়ারগান সহ চোরাচালানী ইমাদুল ইসলামকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান।