সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি সি ন্ডি কেটের অন্যতম নেতা মনিরুল ইসলাম মনি ও তার সহযোগী গাজী ফরহাদ এবং আবুল কালাম বিন আকবর এর অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা বেসরকারি স্বাস্থ্য সোবা ও ক্লিনিক এ্যাসোসিয়েনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সহ-সভাপতি শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, ট্রমা সেন্টারের প্রশাসনিক কর্মক র্তা কাজী নাজমুল আহসান জনি প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক পরিচয়ে মনিরুল ইসলাম মনি- গাজী ফরহাদ হোসেন সিন্ডিকেট সাতক্ষীরার চাঁদাবাজির স্বর্গ রাজ্য গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে হুমকি-ধামকি প্রদর্শন ও পত্রিকায় মিথ্যে নিউজ করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার বহু অভিযোগ রয়ে ছে। সম্প্রতি বিনেরপোতা এলাকায় নির্মাণাধীন একটি শিল্প প্রতি ষ্ঠানের বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রকাশ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় মনি- ফরহাদ গ্রুপ।
কালিগঞ্জের নলতা এলাকার হলুদ সাংবাদিক আবুল কালাম বিন আকবর এই গ্রুপের সোর্স হিসাবে কাজ করে।
তারা দু’জনে মিলে জেলায় একটি শক্তিশালী চাঁদা বাজ সিন্ডিকেট গ্রড়ে তুলেছে। মনি সিন্ডিকেটের বিরুদ্ধে ইতিপূর্বে বরিশালের ওয়া হিদ ও ডাঃ শেখ ফয়সাল আহম্মেদ থানায় লিখিত অভিযোগ করেন।
বক্তারা আরো বলেন, সম্প্রতি সাতক্ষীরা ট্রমা সেন্টা রে গিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মনি- ফরহাদ।
টাকা না দিলে ক্লিনিক চালাতে দেবে না মর্মে হুমকি ধামকি প্রদর্শন করে তার। এঘটনায় একটি মামলাও করা হয়েছে। বক্তারা অবিল ম্বে ওই চাঁদাবাজ মনি ও গাজী ফরহাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *