সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে এক কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার আবা দেরহাট এলাকা থেকে একটি ইজিবাইকে থাকা ওই স্বর্ণ আটক করা হয়।
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মো. সোহেল উদ্দিন (৫৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের মোঃ হামে জ উদ্দিন এর ছেলে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালি য়ানের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল কমা ন্ডার নায়েব সুবিধার এম এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযা নীর দল রোববার সন্ধ্যায় ওই এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যা সাতটার দিকে একটি ইজিবাইক নিয়ে সীমা ন্তর দিকে যাও য়ার সময় বিজি বি সদস্যরা সোহেল উদ্দিনকে আটক করে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের সামনের ইষ্টিয়া রিংয়ের নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালি য়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দে শনায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ইজিবাইকসহ স্বর্ণের বারগুলোর আনু মানিক বাজার মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক ও পরিচালক লে: কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয় টি নিশ্চিত করে বলেন, স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভার তে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করত: স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানা য় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।